প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৬:০৬:২৯ || পরিবর্তিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৬:০৬:২৯
প্রজন্ম ডেস্ক:
২০ শতাংশ ভাতার দাবিতে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের মধ্য থেকে ৪ জনকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন।
এর আগে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল নজিরবিহীনভাবে অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে। আজ বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেই ধারাবাহিকতায় সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়েছেন তারা।
এদিকে এ ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাদামতলায় পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে।
এছাড়া, আজকের (বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যে ভাতার আদেশ জারি না করলে আগামী সপ্তাহে কর্মবিরতিতে যাওয়া ঘোষণা দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা।
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ স’ন্ত্রা’সী নি’হত’
বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।
সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে– এমন দাবি ভিত্তিহীন : প্রেস উইং
হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত
ইরানে শাসন পরিবর্তন হলে পরবর্তী নেতা কে হবে, উত্তর নেই যুক্তরাষ্ট্রের কাছে।