প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ০২:৪৬:১৩
প্রজন্ম ডেস্ক:
হামাসকে ইসরায়েলি জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই সময়সীমা শুরু হবে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসবে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা অনুমোদন দেবে। যদি এই সময়সূচি নিশ্চিত হয়, তবে গাজায় আটক জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি রোববার (১২ অক্টোবর) বা সোমবারের (১৩ অক্টোবর) মধ্যেই সম্পন্ন হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে ঘটাবে বলে আশা করছে। তবে, এটি নির্ভর করবে হামাস চুক্তির শর্তগুলো কতটা সঠিকভাবে বাস্তবায়ন করে তার ওপর।
তিনি বলেন, 'আমরা আশা করছি এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে শত্রুতা বন্ধ করবে ও গাজার জনগণের কল্যাণে ও ইসরায়েলের স্বার্থে গাজা পুনর্গঠনের পথ খুলে দেবে।'
লেইটার আরও বলেন, এই চুক্তিটি প্রথম ধাপ মাত্র। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ইসরায়েলকে দেখতে হবে যে এই প্রথম ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কি না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক
‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি