প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ০১:৩৩:৩৫
প্রজন্ম ডেস্ক:
রাজধানী মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকানে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উক্ত ঘটনা ঘটে।
ঘটনার পর, বৃহস্পতিবার সকালে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।
শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে মৌচাকের ফরচুন শপিং মলে উক্ত ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে দোকানটির তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে মালিক অভিযোগ করেছেন এবং আমরা এটি তদন্ত করছি।
প্রজন্মনিউজ২৪
এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা।
শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী
যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত
ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
গনঅভ্যুত্থানে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি