প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫২:২৮
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ০৭ (সাত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (২৭) ২। নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫) ৩। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮) ৪। ডেমরা থানা ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮) ৫। পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর- রশিদ (৪৫) ৬। বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ৭। ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৫৫টার সময় ডিবি-গুলশান বিভাগ উত্তরা পশ্চিম থানাধীন তিন নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। একই দিন রাত আনুমানিক ১১:৩৫টার সময় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। মো. ইউসুফ ওরফে হৃদয় ও মো. বাকি বিল্লাহ বাবুলকে রাত আনুমানিক ১১:৪৫টার সময় রাজধানীতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।
ডিবি সূত্রে আরো জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪:৩০টার সময় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. হারুন-অর- রশিদকে গ্রেপ্তার করে। স্বপ্নীল আহমেদ কামালকে দুপুর আনুমানিক ০২:৩৫ টার সময় চকবাজার থানাধীন মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। একই দিন বিকাল আনুমানিক ০৪:৩৫টার সময় শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে মো. সোহেল তাজকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
প্রজন্মনিউজ২৪
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার