প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০৬:৪৭
সাতক্ষীরা প্রতিনিধি:
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় শহরের শহীদ আসিফ চত্বর থেকে শুরু হয়ে নিউমার্কেট পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি এ্যাডভোকেট আবু তালেব বলেন, “নবী করীম (সা.) এর জীবনী আমাদের জন্য একমাত্র আদর্শ। তাঁর জীবন থেকেই আমরা শান্তি, ন্যায় এবং মানবকল্যাণের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারি। আজকের যুবসমাজ যদি সীরাতের আলোকে নিজেদের গড়ে তোলে, তবে সমাজে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরে আসবে।”
শহর সভাপতি মুহা. আল মামুন বলেন, “সীরাতুন্নবী (সা.) পালনের মাধ্যমে নবীজির আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ছাত্রশিবির সেই দায়িত্ব নিয়েই সমাজে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, বিতর্ক সম্পাদক মোঃ মোর্শেদুল ইসলাম, আইন সম্পাদক আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মোঃ শাহনেওয়াজ এবং মানবসেবা সম্পাদক মোঃ শামীম হোসেন।
এছাড়া সাতক্ষীরার বিভিন্ন থানা শাখা থেকে বিপুল সংখ্যক ছাত্রশিবির নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। ‘তোমার নেতা,আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা ’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।
প্রজন্মনিউজ২৪/টিআই
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
হ্যাঁ’ এবং ‘না’ পোস্টে কেন ফেসবুকে তোলপাড়...
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার
দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী
ছাত্রদল নেতার বিরুদ্ধ নারীর টাকা ও সোনার চেইন নেওয়ার অভিযোগ
বুয়েট শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ইস্যুতে শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস
আগুনের ঘটনাগুলো ‘সন্দেহজনক’, মির্জা গালিবের সতর্কবার্তা
সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার
'রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না'