নির্বাচন ঘিরে ‘গুজব’ মোকাবেলায় ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ খোলার চিন্তা: প্রেস সচিব

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ০৪:৫৮:০০

নির্বাচন ঘিরে ‘গুজব’ মোকাবেলায় ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ খোলার চিন্তা: প্রেস সচিব

নির্বাচন নিয়ে মিসইনফরমেশন বা গুজব মোকাবেলায় ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ খোলার চিন্তা করছে সরকার।

সোমবার (২৮ জুলাই) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা শেষে তিনি এই ব্রিফ করেন।

 

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে।

 

সামনে এটা আরও বাড়তে পারে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস-ইনফরমেশনগুলোকে আমরা ডিফাইন করতে পারব।

 

সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে। এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে।’

 

তিনি বলেন, ‘ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি মহোদয় বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে।’

 

তিনি বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০ হাজারের মতো তাদের সদস্য মোতায়েন থাকবে। গণঅভ্যুত্থানের পর থেকে তাদের সদস্যরা মাঠে রয়েছেন।

 

আমরা আশা করছি, এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।


প্রজন্মনিউজ/২৪

এ সম্পর্কিত খবর

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি

২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির

সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে

দাবি না মানা পর্যন্ত আন্দোলন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, হুমায়ুনকে বহিস্কার

‘আল্লাহর পরই ট্রাইব্যুনালের প্রতি সম্মান’, জানালেন ফজলুর রহমান

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ