প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ০৫:০৬:৩০
প্রজন্ম ডেস্কঃ
জামালপুরে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চলমান এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে পেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী। রবিবার তারা জামালপুর শহরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান। শনিবার রাতে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রবেশপত্র হস্তান্তর করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার চলমান এইচএসসি পরীক্ষায় জামালপুর শহরের বেসরকারি প্রশান্তি স্কুল এন্ড কলেজের ১৭ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কলেজে গিয়ে প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এই নিয়ে ওইদিন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে শুক্রবার দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি তদন্ত দল জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তদন্ত করে গাফিলতির সত্যতা পায়। পরে ওই কলেজের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষা বোর্ড। বোর্ডের কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষা দিতে না পারা ওই ১২ শিক্ষার্থীর হাতে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রবেশপত্র হস্তান্তর করা হয়। তারা শহরের জিয়া কলেজ থেকে পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে এবং সেই ১২ শিক্ষার্থী রবিবার শহরের আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বলেন, প্রথমে ১৭জন শিক্ষার্থীর কথা জানানো হলেও প্রকৃতপক্ষে ১২ জনের ফরম পূরণ ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা হয়। তাদেরকে প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে তারা পরীক্ষায় অংশ নিয়েছে।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান জানান, শনিবার রাতে বোর্ডের কার্যক্রম সম্পন্ন হওয়ায় ১২ জন পরীক্ষার্থীর কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হয়। তারা জিয়া কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে শহরের আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।
প্রজন্ম নিউজ ২৪/হাবিব
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর
বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব
২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির
দাবি না মানা পর্যন্ত আন্দোলন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, হুমায়ুনকে বহিস্কার