"নজরুলের শিক্ষা আজও প্রাসঙ্গিক, তাঁর নামে হবে নতুন হল": ঢাবি উপাচার্য

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১০:৪০:৩১

প্রজন্মডেস্ক:  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা ও আদর্শ আজকের সময়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “নজরুল আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ থাকতে শিখিয়েছেন। তাঁর শিক্ষা সার্বজনীন, সময়ের ঊর্ধ্বে এবং চিরকালীন।”

রোববার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ কথা বলেন।

তিনি জানান, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজনে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের নামে একটি হল স্থাপনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়েছে এবং ভবিষ্যতে নির্মিতব্য নতুন হলগুলোর মধ্যে একটি কবির নামে করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ বছর নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী নানা আয়োজনে পালন করা হচ্ছে ‘নজরুল জয়ন্তী’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। এ আয়োজনের মাধ্যমে নজরুলের দ্রোহ, প্রেম ও সাম্যের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।


প্রজন্মনিউজ/২৪জামাল 
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ