প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ০৭:৫৪:৪৩
প্রজন্ম ডেস্ক :শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাশেদের যুবারা।
যুবাদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের একমাত্র গোলদাতা সুজন ডাঙ্গোল।
প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান সমানই ছিল। ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল। কিন্তু বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তেমন কিছু হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষ গোলমুখে ভয় ধরিয়েও জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।
৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর।
বিরতি থেকে ফিরে এসে ৫৬ মিনিটে মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের এক খেলোয়াড় পোস্টের নিচ থেকে বলটা বিপদমুক্ত করেন। বাংলাদেশের যুবারা ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও দু’টি আক্রমণ চালালেও তা থেকে গোল আসেনি।
৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে গোলে এগিয়ে যায় যুবারা। ৮১ মিনিটে নেপালের এলোমেলো রক্ষণভাগের পুরোপুরি সুযোগ নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল। দুই গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ খানকিটা রক্ষণে মন দেয়। তবে ৮৭ মিনিটে বাংলাদেশের জাল খোঁজে নেন নেপালের সুজন ডাঙ্গোল।
আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।
আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ খেলবে আজই দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত বা মালদ্বীপের সঙ্গে।
প্রজন্ম নিউজ ২৪/ মো: জিল্লুর রহমান
টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান
সেজ্জিল-২: যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্ন
মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো
২ বছর পর স্কোয়াডে নাঈম, যে কারণে নেই সৌম্য
ইসরাইলের পরমাণু কর্মসূচি ফাঁসের নেপথ্যে কে এই ভানুনু?
সংস্কারে ৩ দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের আলটিমেটাম রাবি ছাত্রশিবিরের
নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন তরুণী
ইরানিদের হামলার প্রধান বৈশিষ্ট্য কী ? নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে না ইরান
ক্ষমতাসীন দলে প্রভাব খাটিয়ে কোটি টাকার ঠিকাদারি: যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেই অধিক প্রাধান্য দিয়েছে ঢাবি প্রশাসন: এস এম ফরহাদ