প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৫ ০৬:৩১:৩৪
প্রজন্ম ডেস্ক: ঈশ্বরদীতে আগুন লেগে হাজেরা বেগম নামে একজন নারী, চারটি বাড়ি ও ১২টি ছাগল পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (৫ মার্চ) ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম জিয়ারুল কাজির স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদীর আসনা গ্রামের আব্দুর রহমান কাজির বাড়িতে আগুন লাগে। পরে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশের আরো চারটি বাড়ি পুড়ে যায়।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুর রহমান কাজি, তার দুই ছেলে রকিব কাজি ও রতন কাজি, মাহবুর কাজি, জিয়ারুল কাজি এবং মাহবুব রহমান।
জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জিয়ারুল কাজি। অন্যদের বাড়ি পুড়ে গেলেও জিয়ারুল কাজির স্ত্রী ও ১২টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে মাহবুর কাজি, জিয়ারুল কাজি এবং মাহবুব রহমান তাদের বাড়ির ছাওনি বেড়া টিনের হওয়ায় বাড়িতে অবশিষ্ট কিছুই নেই। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমান অনুমান করা যাচ্ছে না।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইনচার্জ মীর আমিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। আর ক্ষয়ক্ষতির পরিমানও বলা সম্ভব নয়। কারণ চারটি বাড়ির অন্তত ১৪ থেকে ১৫টি কক্ষ পুড়ে গেছে। বাড়িগুলোতে অনেক মালামাল ছিল। এছাড়া জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির স্ত্রী ও ১২টি ছাগল মারা গেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত হাজেরা তার শিশু ছেলেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হন।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মাগুরার সেই শিশুটির ছবি-ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ
ভারত: রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরাইলি নারী
দৃঢ় বিশ্বাস, আমরা এবার বিজয়ী হতে চলেছি: এএফপিকে নাহিদ
নারীর প্রতি সহিংসতা কঠোর হাতে দমন করতে হবে : সালাহউদ্দিন
ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ
আবাসিকে-শপিংমলে নিরাপত্তা নিশ্চিতে ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দিয়েছে ডিএমপি