ঢাকার পর খুলনায় তাইরান ৩য় সংখ্যার পাঠ উন্মোচন

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:০৮:৪৩

 ঢাকার পর খুলনায় তাইরান ৩য় সংখ্যার পাঠ উন্মোচন

প্রজন্মডেক্স: গত কাল শুক্রবার (২৯ নভেম্বর ) বেলা ৩.৩০ ঘটিকায় ,সাহিত্য সংস্কৃতি বিষয়ক কাগজ তাইরান ৩য় সংখ্যার মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠান বয়রা,মুজগুন্নিতে অনুষ্ঠিত হয়েছে। তাইরান সম্পাদক কবি তাসনীম মাহমুদ এর সভাপতিত্বে ও কবি আইনুল্লা পারভেজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠা পোষক উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন,কবি ও কথা সাহিত্যিক ফিরোজ আহমেদ।

উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, কবি, সম্পাদক, সাংবাদিক মুজতাহিদ ফারুকী ও আফসার নিজাম । 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, শিশু সাহিত্যিক তাইরান পৃষ্ঠ পোষাক উপদেষ্টা আশরাফুন্নেছা দুলু, কবি ও কথা সাহিত্যিক ফাতিমা আলী, কবি রেবেকা সুলতানা, কবি হালিমা নয়ন, কবি সোহেল রানা , কবি কামরুল ইসলাম মৃধা , শিশু সাহিত্যিক তরিকুল ইসলাম সুমন, আবৃত্তি শিল্পী আফরোজ জাহান চৌধুরী কলি , আবৃত্তি শিল্পী কাজী গোলাম সারোয়ার , আবৃত্তি শিল্পী নাজমুস সাদাত , আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম মল্লিক, আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা মুক্তা , কথা সাহিত্যিক মাহমুদুর রহমান , সাহিত্য অনুরাগী মনিরুজ্জামান ।

অনুভূতি প্রকাশ করেন, প্রিন্সিপাল আলী রেজা মুহা: তাওয়াব,জাহাঙ্গির দিপু, কবি ও সাংবাদিক আজাদুল হক আজাদ প্রমুখ।
 


বিএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ