প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪ ০৪:৩২:৩০
প্রজন্ম ডেক্স: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হবার পর দ্রুত সংযোগ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন,‘ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’
উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) থেকেই ফোরজি কাভারেজ সীমিত করায় রাজধানীসহ সারা দেশে মোবাইল ইন্টারনেটের গতি কমে যায়। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন তারা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। প্রবেশ করতে পারছেন না ফেসবুক, মেসেঞ্জার ও বিভিন্ন ওয়েবসাইটে।
প্রজন্মনিউজ২৪/এম বি
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর
বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব
চিকিৎসাধীন উপজেলা জামায়াত নেতার পাশে ডা. শফিকুর রহমান
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ নিহত: ১ গুলিবিদ্ধসহ আহত ১০
২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির
সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে