যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল: ফিলিস্তিনি যোদ্ধারা

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪ ১১:২০:০৬

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল: ফিলিস্তিনি যোদ্ধারা

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাঠানো প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র খলিল আল হায়া। শনিবার (২৭ এপ্রিল) কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্সের

বিবৃতিতে বলা হয়, ‘মিসর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে গত ১৩ এপ্রিল ইসরায়েলকে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইহুদি দখলদার শক্তি।’

কাতার ও মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, বাকী জিম্মিদের মুক্তির একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে। কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেসব প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল।

হামাসের জ্যেষ্ঠ নেতারা গত ১২ বছর ধরে কাতারে রাজনৈতিক আশ্রয়ে আছেন। সম্প্রতি কাতার ইঙ্গিত দিয়েছে, যদি গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাসের ভূমিকা ইতিবাচক না হয়- তাহলে কাতার ছাড়তে হবে গোষ্ঠীটির নেতাদের।

এদিকে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দিতে গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ১৭ দেশ। তবে চিঠির বিষয়ে হামাস নেতারা বলেন, তারা আন্তর্জাতিক চাপের কাছে তারা মাথা নত করবেন না। 


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

হঠাৎ রাজপথে সরব বিএনপি, ঐক্যবদ্ধ করতে চায় মিত্রদের

এবার ইসরাইলে সরকার পতনের ডাক

রামগঞ্জে নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ

দখল-দূষণে খাল ভরাট, জলাবদ্ধতায় হুমকিতে শিল্পকারখানা

আফগানিস্তানে বন্যায় এক দিনে দুই শতাধিক নিহত

 সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা কতটা যৌক্তিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের যেসব দেশ

এবার যুক্তরাজ্যের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

 সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে নির্দেশ ইমরানের

কুয়েতে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ