রাজধানীতে ক্লারিয়নকলের ম্যাথ অলিম্পিয়াড'২৪ সম্পন্ন

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৪ ০৬:৫২:৪০ || পরিবর্তিত: ০৯ মার্চ, ২০২৪ ০৬:৫২:৪০

রাজধানীতে ক্লারিয়নকলের ম্যাথ অলিম্পিয়াড'২৪ সম্পন্ন

অনলাইন ডেস্ক: রাজধানীতে ক্লারিয়নকলের উদ্যেগে ইংলিশ মিডিয়াম স্কুলের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে “ক্লারিয়নকল ম্যাথ অলিম্পিয়াড’২৪” অনুষ্ঠিত হয়েছে।

 আজ ৯ ই মার্চ (শনিবার) রাজধানীর  রাজধানীর ভিন্ন ভিন্ন পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় ম্যাথ অলিম্পিয়াডটি। সকাল ১০:০০ টায় শুরু হয়ে ১১:০০ টায় এই পরিক্ষা শেষ হয়৷ এতে বিভিন্ন স্কুল থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷

প্রধান অতিথি হিসাবে ভেন্যুসমূহ ভিজিট করেন ক্লারিয়নকলের নির্বাহি সম্পাদক শাহেদ আকরাম মুসান্না ও সহকারি সম্পাদক ইমরান হোসাইন৷
আরো উপস্থিত ছিলেন দনিয়ায় অবস্থিত আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান মাসুদ স্যার ও পুরান ঢাকায় অবস্থিত এডোকু ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সালমান গণি স্যার এবং ধানমন্ডিতে অবস্থিত ওয়ার্ডব্রিজ স্কুলের প্রিন্সিপাল রুহি ফিরদাউস জামান ম্যামসহ প্রমুখ৷

ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে অনেক শিক্ষার্থী উচ্ছাস প্রকাশ করেন৷ তার মধ্য হতে রাফিন আহমেদ নামের একজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, আমার এর পূর্বে কোন ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ হয়নি৷ এবার অংশগ্রহনের মাধ্যমে আমি একটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি৷ আমরা সাধারণত ম্যাথ সলিউশান করে থাকি ক্যালকুলেটর দিয়ে৷ কিন্তু ক্লারিঅনকল ম্যাথ অলিম্পিয়াডে কোন ক্যালকুলেটর ব্যবহার না করতে দেয়ায় আমি এক নতুন অভিজ্ঞতা পেয়েছি তা আমার মেধাকে আরো বেশি শাণিত করেছে৷ এজন্য আমি ক্লারিঅনকে ধন্যবাদ জানাতে চাই৷

সবশেষে ক্লারিঅন কর্তৃপক্ষ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান, যারা একটি ভালো কাজে অংশগ্রহণ করে এই আয়োজনকে সাফল্যমন্ডিত করেছে৷


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন এবং "সেন্টার অব এক্সিলেন্স" এর উদ্বোধন

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে " এ " ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি হার ৮৭•৮৫ শতাংশ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নির্বিঘ্নে সম্পন্ন হাবিপ্রবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা

ইউপি সদস্য কর্তৃক অসহায় নারীকে ধর্ষণ এক লক্ষ টাকায় ধামাচাপা

বিদেশিদের দাসত্ব করে বিএনপি: কাদের

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ