বারবার গোসল করলে হতে পারে যে রোগ

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৩ ০৪:৩৫:৪১

বারবার গোসল করলে হতে পারে যে রোগ

অনলাইন ডেস্ক: দৈনিক অন্তত দুইবার গোসলের অভ্যাস আছে কমবেশি সবারই। সকালে গোসল করে বাইরে বের হওয়া আবার কাজ শেষে ঘরে ফিরে আরেকবার গোসল করতে পছন্দ করেন। আবার অনেকেই আছেন যারা দিনে একাধিকবার গোসল করেন।

তবে সাম্প্রতিক গবেষণা বলছে, দিনে একাধিকবার গোসল করা কিংবা শাওয়ারের তলায় ৩-৪ ঘণ্টা কাটানোর অভ্যাসে ত্বকের ক্ষতি হয়।

তবে চর্মরোগ চিকিৎসক জয়েস পার্ক যদিও জানিয়েছেন, এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নিয়ম নেই। বেশিক্ষণ ধরে গোসল করলেই যে ত্বক কিংবা চুলের ক্ষতি হবে, এমন ধারণাও ঠিক নয়।

২০২১ সালে হাভার্ড হেল্থ-এর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, আমেরিকার বাসিন্দাদের মধ্যে প্রায় ৬৬ শতাংশই প্রতিদিন স্নান করেন। কেউ বা তারও বেশি।

জয়েসের মতে, কে কত বার স্নান করবেন, তা নির্ভর করবে ওই ব্যক্তির ত্বক ও চুলের ধরনের উপর। কিংবা ঘামের পরিমাণ ও ধুলা ময়লা মাখার উপরেও।

তবে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক কিংবা ত্বকে এগজিমার মতো সমস্যা আছে, তাদের বেশিবার গোসল না করাই ভালো। কারণ একাধিকবার গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে।

সে দেশেরই আরও এক ত্বক চিকিৎসক জুলি রুসাকের মতে, আমি সাধারণত গরম পানিতে গোসল ও অতিরিক্ত সাবান ব্যবহার করতে বারণ করি।

কারণ ধূলাবালির সঙ্গে সঙ্গে ত্বকে থাকা মাইক্রোবায়োমও ধুয়ে যায়। শুধু ত্বক নয়, সামগ্রিক সুস্থতার জন্য এই মাইক্রোবায়োম অত্যন্ত জরুরি।

সারা দিনে এক-দু’বার গোসল করা ভালো। তবে ত্বকের সমস্যা থাকলে কাজ থেকে ফিরে বা শরীরচর্চা করার পরে শুধু সেই অংশগুলোই ধুয়ে ফেলুন, যেখানে ঘাম হয়েছে।

আমেরিকার এক প্রসাধনী সংস্থার ত্বক চিকিৎসক জাস্টিন হেক্সটলের মতে, ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়ার পেছনে গোসল ও প্রসাধনীর ভূমিকাও কম নয়। ত্বকের ধরন বুঝে মুখ বা চুলের জন্য প্রসাধনী কিনলেও দেহের বিষয়ে সবাই ততা সচেতন নন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট


প্রজন্মনিউজ২৪/এসএম

এ সম্পর্কিত খবর

চবিতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি রুপক, সম্পাদক রবিউল

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

নিজেই অস্ত্রোপাচার করতেন মিল্টন সমাদ্দার: ডিবি

হামাসের সাথে কায়রোর শান্তি আলোচনা: গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল

সুন্দরবনে আগুন ছড়িয়েছে অন্তত ৪ একর জায়গাজুড়ে

৩ অক্টোবর থেকে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

উপজেলা নির্বাচনের পক্ষে নয় বিএনপি, লিফলেট বিতরণ

৫ অ্যাসিস্ট ও ১ গোলে মেসির জোড়া রেকর্ড সাথে সুয়ারেজের হ্যাটট্রিক

শাহজালালে ৩ রাত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে

প্রতিষ্ঠানগুলোকে এতটা অকার্যকর করা হয়েছে, যা ৫৩ বছরেও ঠিক করা যাবে না: সেমিনারে বক্তারা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ