ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ব্যালটে

প্রকাশিত: ০১ জুন, ২০২৩ ০১:৪৩:১০

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ব্যালটে

অনলাইন ডেস্ক: ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই। বাংলা চলচ্চিত্রের অভিনেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ওই নির্বাচন হবে।

বৃহস্পতিবার (১ জুন) এ সংক্রান্ত তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম জানান, এ নির্বাচন হবে ব্যালট পেপারে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত। পরেরদিন হবে প্রতীক বরাদ্দ।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংসদের কোনও সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনও দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে। করোনাভাইরাস মহামারিতে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২০ সালে কয়েকটি উপ-নির্বাচন এ দ্বিতীয় ৯০ দিনের মধ্যে করা হয়েছে।

এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আর সাত-আট মাস বাকি থাকতেই এ নির্বাচন করতে হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে জুলাইয়ে এ উপনির্বাচন হতে হবে।


প্রজন্মনিউজ২৪/এমএ

এ সম্পর্কিত খবর

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট

বোরহানউদ্দিন উপজেলায় ভোটার স্মার্ট কার্ড বিতরণ

বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়

নির্দিষ্ট একটি দেশের ইশারায় চলে বাংলাদেশ : ব্যারিস্টার আবু সায়েম

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

রায়পুরে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ