ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে নৌ–যান চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৩ মে, ২০২৩ ০৩:২৭:২১

ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে নৌ–যান চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে নৌ–যান চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ এর উপ–পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, ইতিমধ্যে সারাদেশে নৌ–যান বন্ধ ঘোষণা দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় মোখা ভয়ংকর রুপে নিয়ে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগরে এর চাপ ক্রমেই বাড়ছে এবং সেই সাথে বাংলাদেশের উপকূলের সঙ্গে এর দূরত্ব কমছে।

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার, সেন্ট মার্টিন এবং আশেপাশে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ প্রভাব পড়তে শুরু করবে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। 

কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল অবস্থায় আছে। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ