ফুলছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:২৭:১০

ফুলছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন গাইবান্ধা প্রতিনিধিঃ জ্বালানী তেলসহ সকল দ্রব্যমুল্যের উর্দ্ধোগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোড শেডিং, ভোলায়  নারায়নগঞ্জে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা।

মঙ্গলবার  বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল বের হয়।   বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পাটি অফিসের সামনে একত্রীত হয়।

পরে পাটি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে  উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে  ও সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের পরিচালনায়  সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, বিএনপি নেতা আবুল কাশেম ভূইয়া, শফিউল করিম দোলন, হাবিবুর রহমান হবি, নুরে আলম লিঙ্কন, শাহরিয়ার কবির, ফারুকুল ইসলাম, নজরুল ইসলাম, আলমাছ হোসেন।

বক্তারা বলেন, দেশের সম্পদ লুটপাট করে আজ তাদের মন্ত্রীরা আবোল তাবোল বকছে। তেল সহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে তারা জনগনের সাথে জুলুম করছে। মানুষ অতিষ্ট হয়ে আজ রাস্তায় নেমেছে। বাংলার মানুষ এসব জুলুম আর মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা বলেন, দেশকে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।


প্রজন্মনিউজ২৪/খতিব

এ সম্পর্কিত খবর

বিএনপির ৭৩ নেতাকর্মী বহিষ্কার

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

ফরিদপুরে দুই শ্রমিক হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ