চতুর্থ দিন শেষ করলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৮ মে, ২০২২ ০৬:৩০:১৯

চতুর্থ দিন শেষ করলো শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক:  ২ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে সফরকারীরা। আগামীকাল বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম ও শেষদিনে আবার ব্যাটিংয়ে নামবে তারা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত আছেন। চট্টগ্রাম টেস্টের বর্তমান যে অবস্থায়, তাতে লঙ্কানদের থেকে এগিয়ে বাংলাদেশ দল। এই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি নাটকীয়তা আর অঘটন না হলে অন্তত হারের শঙ্কা নেই টাইগারদের।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ দলের ইনিংস থামে ৪৬৫ রানে। এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ১ ঘণ্টার মতো ব্যাটিং করে স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে পেরেছে লঙ্কানরা, হারিয়েছে ২ উইকেট। এতে এখনো ২৯ রানের লিডে আছে অধিনায়ক মুমিনুল হকের দল।

শেষ বিকেলে ২ উইকেট হারানোয় শেষদিনে শ্রীলঙ্কা দল চাইবে যেকোনো উপায়ে ম্যাচটি ড্রতে শেষ করতে। এতে রক্ষণাত্মক পথ বেছে নিতে চাইবে তারা। বাংলাদেশ দল চাইবে সফরকারীদের বাকি ৮ উইকেট দ্রুত তুলে নিয়ে অল্প রানের লক্ষ্যে ব্যাট করে ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে। এই লক্ষ্যে অবশ্য উইকেটের সমর্থন পাবেন বাংলাদেশি স্পিনাররা। চতুর্থ দিনের উইকেটে শার্প টার্ন আর বাড়তি বাউন্স দেখা গেছে, সেটি পঞ্চম দিনে আরো বেশি ভোগাবে ব্যাটসম্যানদের।


প্রজন্মনিউজ২৪/রেদওয়ান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ