ইতিহাস গড়লো আয়ারল্যান্ড...

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২২ ০১:৪৭:১৩

ইতিহাস গড়লো আয়ারল্যান্ড...

 

স্টাফ রিপোর্টার: ওয়েস্ট ইন্ডিজকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড। ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমায় আয়ারল্যান্ড।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হেরে আয়ারল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের তাদের নিজেদের মাটিতেই ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশের বাইরে প্রথম কোন আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জেতার ইতিহাস গড়লো আইরিশরা। 

সাবিনা পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ৪৪.৪ ওভারে ২১২ রান করেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতেই ৭২ রানের পার্টনারশিপ গড়েন শাই হোপ ও জাস্টিন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন শাই হোপ। এরপরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ১০১ রানের মধ্যেই ফিরে যান ৬ ব্যাটার। শেষদিকে জেসন হোল্ডারের ৪৪ ও  ওশাইন থমাসের অপরাজিত ১০ বলে ২০ রানের উপর ভর করে কিছুটা সম্মানজনক স্কোর দাঁড় করায় ক্যারিবিয়ানরা। যদিও শেষ পর্যন্ত সিরিজ হারের লজ্জা এড়াতে পারেনি তারা।

আয়ারল্যান্ডের ম্যাকব্রাইন একাই নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন ক্রেইগ ইয়াং।

রান তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। বল হাতে ৪ উইকেট নেয়া ম্যাকব্রাইন ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ম্যাকব্রাইন। হ্যারি টেক্টর করেন ৫২ রান। উইন্ডিজের হয়ে ৩ টি করে উইকেট নেন রস্টোন চেজ ও আকিল হোসেন।


 প্রজন্মনিউজ২৪/মিঠুন হাসান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ