পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই: জালালুদ্দিন

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১ ০৫:৪৩:৩২

পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই: জালালুদ্দিন

টি-টোয়েন্টি ফরম্যাটে এ মুহূর্তে র্যাং কিংয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান। অর্থাৎ বেশ শক্ত প্রতিপক্ষই বটে। এক কথায় ভারত ও ইংল্যান্ডের মতো শিরোপার দাবিদার বাবর আজমরা। কিন্তু নিজ দেশের দলের বিপক্ষেই নেতিবাচক মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার জালালুদ্দিন।

পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও পাকিস্তান নেই বলে মন্তব্য তার। ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের মালিক তিনি। আর এই তারকার কথাতেই নিরাশ হতে পারেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা।

জালালুদ্দিনের মতে, শিরোপা জয় তো দূরের কথা, প্রতিপক্ষরা কোনো ভুল না করলে সেমিফাইনালেই উঠতে পারবে না পাকিস্তান। পাক দল বিপক্ষে এমন নেতিবাচক বক্তব্য কেন দিলেন সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন জালালুদ্দিন।

দ্য নিউজের সঙ্গে আলাপকালে এ সাবেক তারকা বলেন, ‘সব দল যেখানে শেষ সময়ে নিজেদের দল গোছাতে ব্যস্ত ছিল, তখন পাকিস্তান ব্যস্ত ছিল পুরো দল পরিবর্তনে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এমনকি তাদের সহকারী কোচকে পর্যন্ত পরিবর্তন করা হয়, যখন বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস।’ এতে নাকি ভালো প্রস্তুতি নিয়ে দল বিশ্বকাপে আসরে যেতে পারেনি বলে দাবি তার।

জালালুদ্দিন বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আমাদের এবার শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তা ছাড়া এবারের আসরের শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও আমরা নেই।’ বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দলের চার পরিবর্তন নিয়েও বিরক্ত জালালুদ্দিন। বিষয়টি লজ্জার বলে মনে করেন তিনি। 

প্রচণ্ড বিরক্ত কণ্ঠে জালাল বলেন, ‘সবাই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এটা খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। এত বড় প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি তৈরি করা কোনো দল কিছুই জিততে পারে না।’

প্রজন্মনিউজ২৪/এন হাসান

এ সম্পর্কিত খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ