ডেমরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৭:০০

ডেমরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রজন্মনিউজ ডেস্ক: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আহতরা হলেন- সুমন মিয়া (২৭), মো. সুমন (২৮) ও অভিন (২৯)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে সোহেলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।


নিহত সোহেলের বন্ধু আনোয়ার বলেন, সোহেলের ছোট ভাই পাভেলের আজ বিয়ের অনুষ্ঠান ছিল। ডেমরার সানারপাড় এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা ৫টি মোটরসাইকেলে কয়েকজন বন্ধু এলাকায় ঘুরতে বের হই। কোনাপাড়া এলাকায় পৌঁছানো মাত্র দুটি মোটরসাইকেল একটি আরেকটির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত সোহেলের বাসা ডেমরার সানারপাড় এলাকার। তিনি ওই এলাকার আজাদ মিয়ার সন্তান। নিহত সোহেলের একটি কন্যা সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি, তারা এসে তদন্ত করছে।

প্রজন্মনিউজ২৪/ মহিউদ্দিন

এ সম্পর্কিত খবর

সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ