করোনা: বরিশালে একদিনে মৃত্যু ১৬, শনাক্ত ৬৮৫

প্রকাশিত: ০১ অগাস্ট, ২০২১ ১২:১১:১৩

করোনা: বরিশালে একদিনে মৃত্যু ১৬, শনাক্ত ৬৮৫

বরিশাল প্রতিনিধি: ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮৫ জন।

রোববার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাচজনের মধ্যে বরিশালে দুইজন, পটুয়াখালীর একজন, ভোলায় একজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮২৯ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৫৩ জন নিয়ে মোট ১৪ হাজার ১৩৩ জন, পটুয়াখালীতে নতুন ১৩৭ জন নিয়ে মোট ৪ হাজার ৪১৭ জন, ভোলায় নতুন ৮৭ জনসহ মোট ৩ হাজার ৯০৪ জন, পিরোজপুরে নতুন ৪৫ জনসহ মোট ৪ হাজার ৩৭২ জন, বরগুনায় নতুন ৮৬ জন নিয়ে মোট ২ হাজার ৯৪৩ জন ও ঝালকাঠিতে নতুন ৭৭ জন নিয়ে মোট ৪ হাজার ৬০ জন রয়েছেন।

এদিকে,শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩৫৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪৭ জন করোনা ওয়ার্ডে এবং ২০৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২২৬ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩১ দশমিক ৪১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

প্রজন্মনিউজ২৪/মো. মমিন উদ্দিন রানা/আ.খালেক

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ