গাজীপুরে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ১২:০৭:১৯

গাজীপুরে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুরের কোনাবাড়ীতে ট্রাকচাপায় কোহিনুর আক্তার (৩২) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৬ জুন) সকালে কোনাবাড়ী থানার আমবাগ ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমবাগ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর আক্তার। প্রতিদিনের মতো সকালে তিনি পায়ে হেঁটে কারখানা যাচ্ছিলেন। আমবাগ ব্রিজের পাশে পৌঁছলে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অন্যান্য পোশাক শ্রমিকরা ট্রাকটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে পালিয়ে গেছেন এর চালক। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, মহাসড়ক অবরোধ

সংসদের আগামী অধিবেশনে পাস হবে শ্রম আইন

ইরাকে সমকামি সম্পর্কে জড়ালে ১৫ বছরের সাজা

নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশি নিহত

কক্সবাজারে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পর্যটকসহ সাধারণ মানুষ

আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার না বাংলাদেশের

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ