করোনায় না ফেরার দেশে  বিসিবির সাবেক পরিচালক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২১ ০৭:২৫:৫৯ || পরিবর্তিত: ১৬ এপ্রিল, ২০২১ ০৭:২৫:৫৯

করোনায় না ফেরার দেশে  বিসিবির সাবেক পরিচালক

করোনায় না ফেরার দেশে  বিসিবির সাবেক পরিচালক  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

শুক্রবার ভোরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

করোনাভাইরাস আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরন নবী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
 
শুক্রবার বাদ জুমা নগরীর গ্রান্ড হোটেল মোড় তেঁতুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নূরপুর বড় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন।

প্রজন্মনিউজ২৪/এএআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ