লকডাউনে ও বেপরোয় চালকরা, নিউমার্কেটে বাসের ধাক্কায় নিহত-১

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২১ ১০:২৫:৪৯ || পরিবর্তিত: ০৭ এপ্রিল, ২০২১ ১০:২৫:৪৯

লকডাউনে ও বেপরোয় চালকরা, নিউমার্কেটে বাসের ধাক্কায় নিহত-১

লকডাউনে গণপরিবহণ চালু হতে না হতেই বেপরোয়া হয়ে গাড়ী চালাচ্ছেন বাস, সিএনজি, লেগুনা চালকরা।

 রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা পারাপারের সময় ঠিকানা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে (৬৩) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী সিপু হাওলাদার জানান, ভোরের দিকে নীলক্ষেত মোড়ে রাস্তা পারাপারের সময় ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ওই ব্যক্তি। কেউ তাকে সাহায্য না করলে আমি দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ