‘ঝুন্ড’ দিয়ে কামব্যাক বলিউডের শাহেনশাহের

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৫:১৪

‘ঝুন্ড’ দিয়ে কামব্যাক বলিউডের শাহেনশাহের

৭৮ বছর বয়সেও সমান তালে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। আগামী ১৮ জুন মুক্তি পেতে চলেছে তার ছবি ‘ঝুন্ড’। আর এটাই তার ‘কামব্যাক’। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘কোভিড আমাদের থামিয়ে দিয়েছিল। কিন্তু আবার কামব্যাকের সময় এসেছে। আমরা থিয়েটারে ফিরছি। ঝুন্ড রিলিজ করছে আগামী ১৮ জুন।’

করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে বেশ কয়েক মাস বন্ধ ছিল সিনেমা হল। নতুন কোনও ছবি মুক্তি পায়নি। এমনকি নতুন ছবির কাজ শুরু করতেও চাননি প্রযোজকরা। নিউ নর্মালে ধীরে ধীরে অনেক কিছুই স্বাভাবিক হচ্ছে। তাই নিজের এই ছবি মুক্তিকে কামব্যাক হিসেবে ব্যখ্যা করেছেন অমিতাভ। লকডাউনের জেরে অমিতাভের ছবি ‘গুলাবো সিতাবো’-র সিনেমা হলে রিলিজ হয়নি। আমাজন প্রাইমে প্রিমিয়ার হয়েছে সুজিত সরকার পরিচালিত এই ছবির। সেই অর্থে ২০১৯-এর ‘বদলা’ অমিতাভের সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি।

গত বছর লকডাউনের কারণে ‘ঝুন্ড’ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রাথমিক পরিকল্পনা হয়েছিল। কিন্তু কপিরাইট সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা আর সম্ভব হয়নি। অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি। জানা গিয়েছে, সব রকম কোভিডের নিয়মবিধি মেনেই সিনেমা হলে দর্শককে ছবিটি দেখানোর ব্যবস্থা করবেন হল মালিকরা।

প্রজন্মনিউজ২৪/লিংকন

এ সম্পর্কিত খবর

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার: কাজী ফিরোজ

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ