ইতিহাস গড়লেন বাইডেন

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ০৬:৪১:১৫

ইতিহাস গড়লেন বাইডেন

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের জ্যেষ্ঠ সদস্যদের নাম ঘোষণা করেছেন। ঊর্ধ্বতন সবগুলো পদে নারীদের নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক জেষ্ঠ্য কর্মকর্তাদের সব পদে নারীরা নিয়োগ পেলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমে প্রথম থেকেই নারীদের গুরুত্ব দিচ্ছেন বাইডেন। তিনি তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন কমলা হ্যারিসকে। এবার সিনিয়ার প্রেস টিমে শুধু নারীদেরই নিলেন তিনি। এই দলের নেতৃত্ব দেবেন কেট বেডিংফিল্ড। তিনি আগে বাইডেনের প্রচারণার সময় গঠিত যোগাযোগ টিমে ডেপুটি পরিচালক ছিলেন।

বাইডেন বলেছেন, ''আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, এই প্রথম হোয়াইট হাউসের সিনিয়ার কমিউনিকেশন টিমের সব সদস্য নারী। এই যোগ্য, অভিজ্ঞ সদস্যরা তাদের বৈচিত্র্যপূর্ণ কাজের মাধ্যমে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।''

বাইডেনের প্রেস টিমের সিনিয়ার সাতজনের মধ্যে চারজন শ্বেতাঙ্গ নন। বারাক ওবামার আমলের কমিউনিকেশন ডিরেক্টর জেনিফার সাকিকে তিনি প্রেস সেক্রেটারি নিয়োগ করেছেন। দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের মুখপাত্র জেনিফার জানিয়েছেন, প্রেস টিমে অত্যন্ত প্রতিভাবান সদস্যরা আছেন। তারা সকলেই নারী। এদের ছয়জন মা, যাদের কম বয়সী শিশু আছে।

টিম বাইডেনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম থেকেই অ্যামেরিকার বহুত্ববাদ ও বৈচিত্র্যকে ধরে রাখার কথা বলে এসেছেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি সেই কাজটাই করছেন। যে প্রেস টিম তিনি বেছে নিয়েছেন, তারা কেবল নারীই নন,  এই বৈচিত্র ও বহুত্ববাদের প্রতিনিধি।

প্রেসিডেন্টের কমিউনিকেশন ডিরেক্টর করা হয়েছে কেট বেডিংফিল্ডকে। বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন,  বেডিংফিল্ড তখন তার কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন। তিনি বাইডেন ও কমলা হ্যারিসের প্রচারের সময় মুখপাত্রের কাজও করেছেন।

ট্রাম্পের সময়ও প্রেস টিমে নারীরা ছিলেন। তবে তার মিডিয়া টিম সংবাদমাধ্যমের বিরুদ্ধে চরম আক্রমণাত্মক মনোভাব নিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। বাইডেনের টিম সম্পর্কে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হোয়াইট হাউসের রক্ষণশীল ধারা অনুসরণ করবেন। মিডিয়ার সঙ্গে ট্রাম্পের মতো সংঘাতে জড়াবেন না। প্রেসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আনতে দিতে চাইবেন না তিনি।

প্রজন্মনিউজ২৪/মেহেদী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ