নিম্নমানের মাস্ক দিয়ে ভরে গেছে দেশ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ০৩:২৮:২৯

নিম্নমানের মাস্ক দিয়ে ভরে গেছে দেশ

নিম্নমানের মাস্কে সয়লাব সারা দেশ।শীত মৌসুমে করোনা সংক্রমণ বাড়ায় বেড়েছে মাস্কের চাহিদাও।এই সুযোগটাই নিচ্ছেন ব্যবসায়ীরা।ক্রেতারাও মানের চেয়ে মাস্কের দামকেই বেশি গুরুত্ব দিচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, এসব মাস্ক করোনা প্রতিরোধ করতে পারবে না।তাই বাজার থেকে সরিয়ে নেয়ার পরামর্শ তাদের।

রাজধানীর বিভিন্ন ফুটপাতে পসরা সাজিয়েছে মৌসুমী মাস্ক ব্যবসায়ী।বিক্রি করছেন নিম্নমানের মাস্ক।এ ধরণের মাস্ক ব্যবহারে করোনা সংক্রমণ অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা)

পল্টনের বিএমএ ভবনের সামনে ৪ মাস ধরে মাস্ক বিক্রি করছেন দুলাল নামে এক ব্যক্তি।তিনি জানান, বেশি দামের মাস্কের চাহিদা কম।আর কম দামের মাস্ক বেশি বিক্রি হয়।

দেশের প্রায় সব প্রতিষ্ঠানেই মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ।মাস্ক পরা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে ভ্রাম্যমাণ আদালত।করোনা মোকাবিলায় মানসম্পন্ন মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।

হলি ফ্যামেলি মেডিকেল কলেজ হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ জানান, করোনা মোকাবিলায় মানসম্পন্ন মাস্ক ব্যবহারে জরুরি।মাস্ক ব্যবহারে সচেতন হতে হবে সবাইকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রি. জে. ডা. জুলফিকার আহমেদ আমিন জানান, মাস্কের গুণগত মান নিশ্চিত করতে হবে।এখন দেখে নিম্নমানের মাস্কে বাজার সয়লাব হয়ে গেছে।এদিকে দ্রুত নজর দিতে হবে।

তিনি আরো জানান, নিম্নমানের মাস্ক বিক্রি বন্ধে তদারকি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।

ব্যবসায়ীরা জানান, মাস্কের দাম ১০/১২ ভাগ দিনেই দ্বিগুণ হয়েছে।

প্রজন্মনিউজ২৪/হারুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ