বাংলাদেশ-ভারতের উদ্বেগ সত্ত্বেও তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বিশাল বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ১২:৫৪:৫৪

বাংলাদেশ-ভারতের উদ্বেগ সত্ত্বেও তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বিশাল বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন

তিব্বতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ইয়ারলাং জ্যাংবো নদীর উপরে এই বাঁধটি তৈরি করা হবে। ২০২১-২৫ সাল পর্যন্ত ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে নতুন এই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করলে ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমে যাবে। গ্রীষ্মে উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশে পানি সংকট এবং বর্ষা মৌসুমে বন্যা দেখা দিতে পারে। এদিকে চীন বলছে, ব্রহ্মপুত্র নদের উপরে প্রস্তাবিত এই বাঁধ নির্মাণ করলে ভারত এবং বাংলাদেশও উপকৃত হবে। দ্য হিন্দু/এনডিটিভি

চীনের নিয়ন্ত্রিত তিব্বত অঞ্চলের উৎসস্থল থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারলাং জ্যাংবো নদী। অরুণাচলে পৌঁছে এর নাম হয়েছে সিয়াংই। আর আসামে প্রবেশ করার পরে এই সিয়াংই পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এবং এরপর ফের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।

এর আগেও ব্রহ্মপুত্রের উপরে একাধিক ছোট বাঁধ নির্মাণ করেছে বেইজিং। নতুন প্রকল্পে উৎপাদিত জলবিদ্যুতের পরিমাণ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প, মধ্য চিনের থ্রি গর্জেস ড্যাম-এর চেয়ে প্রায় তিন গুণ হতে পারে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

গত সপ্তাহে এক সম্মেলনে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান ইয়্যান ঝিয়াং জানিয়েছেন, ‘ইতিহাসে এমন প্রকল্পের উল্লেখ নেই। এই প্রকল্প চীনের জলবিদ্যুৎ শিল্পে এক ঐতিহাসিক সুযোগ। এটি নির্মাণের মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও পরিবেশ সংরক্ষণ, জাতীয় নিরাপত্তা, জীবনযাপনের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যেই এই প্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইয়্যান আরও জানান, এই প্রকল্প বছরে ৬০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। যার মধ্যে ৩০০ কোটি কিলোওয়াট কার্বনমুক্ত ও পুর্নব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদিত হবে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ