চুনারুঘাটে প্রথম ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আজ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ১১:১৮:১১ || পরিবর্তিত: ২১ নভেম্বর, ২০২০ ১১:১৮:১১

চুনারুঘাটে প্রথম ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আজ

ইকবাল আহমদ, হবিগঞ্জ প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা শহরে বিগত দুই শত বছরের পুরনো বাজারে প্রথম বার হতে যাচ্ছে ব্যবসায়ি কল্যাণ সমিতি (ব্যকস) এর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শহর এখন পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন জমজমাট শহরের অলিগলি।

এ নির্বাচনে ১৮টি পদে নির্বাচন হওয়ার কারণে প্রার্থী বেশি থাকায় প্রচারনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তবে বেশি পদে ভোট দিয়ে গিয়ে ভোটারদের বিড়ম্বনাও রয়েছে। এ নিয়েও ভোটারদের মধ্যে নানা ক্ষোভ রয়েছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৮ পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেছে। আজ ২১ নভেম্বর বহুল প্রত্যাশিত এ নির্বাচনকে কেন্দ্র করে এখন শহরে সাজ সাজ রব।

প্রাপ্ত তথ্য মতে সভাপতি পদে বর্তমান আহবায়ক আঃ সালাম তালুকদার, ও ট্রাভেলস ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলী প্রতিদ্বন্ধিতা করছেন। সহ-সভাপতি ৩টি পদে ৯ জন প্রার্থী রয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিগত কমিটির সভাপতি প্রয়াত আবুল হোসেন আকল মিয়ার ছেলে নাজমুল হক বকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন ও মুদিমাল ব্যবসায়ী আজগর আলী প্রতিদ্বন্ধিতা করছেন।

এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক পদে ৪ জন, সহ সাংগঠনিক পদে ৪ জন, কোষাধ্যক্ষ ৩ জন, সহ কোষাধ্যক্ষ ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সহঃ দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সহপ্রচার সম্পাদক পদে ১ জন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ সম্পদক পদে ২ জন, সহ সমাজ কল্যাণ পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সহ ক্রিড়া সম্পাদক ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। কার্যকরী সদস্য পদে ১০ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

চুনারুঘাট বাজারে দুশত বছরের ইতিহাসে এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতা নির্বাচন হচ্ছে। এটি ছিল চুনারুঘাট বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী। ফলে ১৮টি পদে নির্বাচনে তরুনরাই বেশি প্রার্থী হয়েছেন। সভাপতি ও সহ সভাপতি ছাড়া সকল পদেই তরুনদের দেখা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী জানান, “চুনারুঘাট ব্যকস পরিবারের দীর্ঘদিনের ইচ্ছের ফসল এই নির্বাচন। ভোটার থেকে প্রার্থী সকলেই আনন্দিত। উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তা নির্বাচন কার্যক্রম এগিয়ে চলছে। আগামী ২১ নভেম্বর শান্তিপূর্ণ ভোটগ্রহনের মাধ্যমে চুনারুঘাট বাজারবাসী একটি সুন্দর কমিটি পাবে।”

প্রজন্মনিউজ২৪/ইকবাল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ