ভারতের হাতে আসলো বিশেষ ড্রোন

প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ০২:৩০:৫৬

ভারতের হাতে আসলো বিশেষ ড্রোন

ভারতীয় সেনার হাতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তুলে দিল বিশেষ একটি ড্রোন। এই ড্রোনটির নাম রাখা হয়েছে 'ভারত'। সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন উঁচু পাহাড়ে ঘেরা এলাকায় নজরদারি চালাতে বিশেষভাবে তৈরি।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি চালানোর কাজ করবে এই ড্রোন। এই 'ভারত' ড্রোন বিশ্বের সবচেয়ে হালকা ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে যে ড্রোনগুলো তার মধ্যে অন্যতম। উঁচু পাহাড়ি এলাকায় অত্যন্ত নিখুঁতভাবে নজরদারি চালাতে সক্ষম এই ড্রোন। লাদাখের বর্তমান পরিস্থিতি বিচার করে ভারতীয় সেনার এমনই একটি ড্রোন প্রয়োজন ছিল, যেটি খুব সহজে নিখুঁতভাবে নজরদারির কাজ চালাতে পারে।
ডিআরডিও জানিয়েছে, 'ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে যে কোনও লোকেশনে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। এর বায়োমেট্রিক ডিজাইন এবং অ্যাডভান্স রিলিজ টেকনোলজি নজরদারি চালানোর কাজে যথোপযুক্ত।' চীনকে চাপে রাখতে লাদাখের বিমানঘাঁটিতে উড়িয়ে আনা হচ্ছে নৌবাহিনীর MiG-29K যুদ্ধবিমান

এই 'ভারত' ড্রোনের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে সক্ষম। শত্রুকে চীনে নিয়ে সেই হিসেবে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারে এই ড্রোন। যে কোনও রকম চূড়ান্ত শীতল আবহাওয়াতেও কাজ করতে সক্ষম এই ড্রোন। নজরদারি চালানোর সময় রিয়েল টাইম ভিডিও পাঠিয়ে যাবে 'ভারত' ড্রোন। রাতের অন্ধকারেও ছবি তুলতে সক্ষম।

এমনকি গভীর জঙ্গলের মধ্যে কেউ বা কিছ লুকিয়ে থাকলেও, তাও চিহ্নিত করতে সক্ষম 'ভারত'। ভারতীয় সেনা এই ড্রোন হাতে পেয়ে খুবই খুশি। সেনার একাধিক মিশনে 'ভারত' উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল 'ভারত' ড্রোন এমন প্রযুক্তিতে তৈরি যে কো রাডারে এটি ধরা পড়বে না। সূত্র : এই সময়।
প্রজন্মনিউজ২৪/জহুরুল হক

এ সম্পর্কিত খবর

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পঞ্চগড়ে হিট স্ট্রোকে প্রাইভেট কার চালকের মৃত্যু

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ