হলি আর্টিজানে হামলার পর অভিযানে দুর্বল হয়ে পড়েছে জঙ্গিরা

প্রকাশিত: ০১ জুলাই, ২০২০ ০২:৩০:৪৮

হলি আর্টিজানে হামলার পর অভিযানে দুর্বল হয়ে পড়েছে জঙ্গিরা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর গুলশান-২ এর  হলি আর্টিজানে হামলার ঘটনার পর একের পর এক অভিযানে আস্তানা গুড়িয়ে দেয়ায় দুর্বল হয়ে পড়েছে জঙ্গিরা। তাদের সক্ষমতা যে পর্যায়ে ছিল সেটি এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পালনে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুর্বল হয়ে পড়লেও বৈশ্বিক মহামারি করোনার পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলো লোন-উলফ (একাকি) হামলার জন্য সদস্যদের উদ্বুদ্ব করার চেষ্টা করছে। ইন্টারনেট ব্যবহার করে তারা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বড় যে জঙ্গি হামলার মুখোমুখি হয়েছিলাম সেটি ছিল হলি আর্টিজান হামলা। আজ ঘটনার চার বছরপূর্তি হলো। আমরা এখানে যে দুইজন সহকর্মীকে হারিয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা। যেসব দেশি-বিদেশি নাগরিক, নিরীহ মানুষ এই নৃশংসতার বলি হয়েছিলেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করছি।

ডিএমপি কমিশনারের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। এছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এরপর চীন, জাপান ও আমেরিকার এম্বাসেডররা এসে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ঘটনায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

২০১৬ সালের ১ জুলাই পাঁচ অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে। সেখানে অবস্থানরত দেশি-বিদেশি ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গি সদস্যরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশি, সাতজন জাপানি, নয়জন ইতালিয়ান এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

প্রজন্মনিউজ২৪/মারুফ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ