আমরা এখনও জানিনা করোনা কোন পর্যায়ে যাবে: ডা.এনামুর

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২০ ০৬:১৩:২৬

আমরা এখনও জানিনা করোনা কোন পর্যায়ে যাবে: ডা.এনামুর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, ‘এখন দেশে মহামারি করোনা সংক্রমণ চলছে। আমরা এখনও জানিনা এটা কোন পর্যায়ে যাবে।’ 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এনামুর আরও বলেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। অনেকেই গুজব ছড়াচ্ছে এগুলো নাকি বন্ধ থাকে। আমাদের অ্যাসোসিয়েশনে ৬৯টি হাসপাতাল আছে। আমি ঘোষণা করছি, এই হাসপাতালগুলো দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং রোগীদের সেবে দেবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই, সরকারের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রান্ত যেকোনও দুর্যোগে, মহামারিতে বা ক্রাইসিসে আমরা এই ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর।’

লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ‘এটুকু বলা যায়, মৃত্যুর সংখ্যা কমেছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের টেস্টের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আগে একটা ল্যাবরেটরিতে করোনা টেস্ট হতো, এখন ১৫-১৬টা ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে। টেস্টের সংখ্যা বেড়েছে বলেই আমরা বুঝতে পারছি আমাদের আক্রান্তের হারটা কেমন।’ 

করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞদের থেকে নেয়া পরামর্শ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা আমাদের বলেছে, এখন আমাদের ঘরে থাকতে হবে। ঘরে থাকুন ভালো থাকুন। এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটিই তাদের মূল ম্যাসেজ ছিল। অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রামিত হবে না। নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন।’

এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি একজন পুরুষ এবং ঢাকাতেই মারা গেছেন ষাটোর্ধ্ব বয়সী এই ব্যক্তি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো। তবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১১২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩০ জন হয়েছে।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ