সিরিয়ায় ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সংঘর্ষ, নিহত ৩২

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২০ ০৪:৫৮:২০

সিরিয়ায় ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সংঘর্ষ, নিহত ৩২

সিরিয়ায় ১৭টি গাড়ির সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে হোমস প্রদেশের সংযোগকারী সড়কে শনিবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রহমান জানান, তেলবাহী ট্যাঙ্কারটির ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারালে ১৫টি গাড়ি এবং ইরাকি যাত্রী বহনকারী দু'টি বড় বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় আরও ৭৭ জন আহত হয়েছে বলেও জানান সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় নিহতরা ইরাকি শিয়া তীর্থযাত্রী। তারা রাজধানী দামেস্কের কাছে কোনো পবিত্রস্থান পরিদর্শনে যাচ্ছিলেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দীর্ঘ আট বছরের যুদ্ধে লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছেন। তা সত্ত্বেও শিয়া তীর্থযাত্রীরা প্রায়ই সিরিয়া ভ্রমণ করেন।

প্রজন্মনিউজ২৪/মারুফ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ