স্টার্কের স্বর্ণ জয়!

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০১৮ ০৬:৫৭:২০

স্টার্কের স্বর্ণ জয়!

শিরোনাম দেখে ভাববার অবকাশ নেই মিচেল স্টার্ক স্বর্ণপদক জিতেছে। স্টার্ক ভাইদ্বয়ের এক ভাই গতির ঝড় উঠাচ্ছেন ২২ গজে, আরেক ভাই গোল্ডকোস্ট কমনওয়েলথের কারারা এথলেটিক্স মাঠে।বুধবার রাতে মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন স্টার্ক গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের ১৪তম আসরে জিতেছেন স্বর্ণপদক।বাহরাইনের জামাল উইলসনকে হারিয়ে ২৪ বছর বয়সী ব্রেন্ডন স্টার্ক বুধবার রাতে ব্যক্তিগত সেরা ২.৩২ মিটার উচ্চতায় লাফ দিয়ে এই পদক জিতেন।

হাই-জাম্প ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন স্টার্ক তার লাঠি শূন্যে ছুড়ে ফেলেন এবং আনন্দে চিৎকার করেন যা আরেক ভাই মিচেল স্টার্কের উদযাপনকে মনে করিয়ে দিচ্ছিলো।স্বর্ণপদক জয়ী স্টার্ক বলেন, যখন আমি ২.৩২ মিটার উচ্চতায় লাফ দিয়ে নির্বিগ্নে মাটিতে নেমে আসি তখনও নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। তবে এটা ভাবছিলাম, দেশকে একটি স্বর্ণপদক দিতে যাচ্ছি।

ব্রেন্ডন স্টার্কের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও।আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেন, স্থানের ভিন্নতা! মিচেল স্টার্কের ভাই ব্র্যাডন স্টার্ক গোল্ড কোস্ট ২০১৮ কমনওয়েলথ গেমসে উচ্চ লাফে স্বর্ণ জেতায় তাকে অভিনন্দন!

প্রজম্মনিউজি২৪.কম/ইমাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ