প্রকাশিত: ২৭ মে, ২০১৭ ০৫:০৪:২৯
এই রাসায়নিক উপাদানগুলি শরীরে গেলে ব্রেস্ট ক্যানসার, পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিক থেকে পানির মধ্যে গন্ধ, ব্যাকটেরিয়া মিশে যাওয়ার, এমন কী পানির স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে মিনারেল ওয়াটারের বোতল সঙ্গে থাকলে সেটিকে রোদ থেকে এড়িয়ে কোনও ঠাণ্ডা জায়গায় রাখার চেষ্টা করুন।
একইসঙ্গে কোমল পানীয়য়ের বোতল যদি পরবর্তীকালে পানির বোতল হিসেবে ব্যবহার করেন, তাহলে ১৫ থেকে ২০ দিনের বেশি তা ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বোতলগুলি ফেলে দেওয়ার সময়ে অবশ্যই বোতলটি নষ্ট করে দেবেন। না হলে এই বোতলই ফের ঘুরে ফিরে আপনার ঘরে কখন চলে আসবে টেরও পাবেন না।
প্রজন্মনিউজ২৪/এস ডি
চেনা শহর ঢাকা,লকডাউনে যেন অচেনা
করোনা সংক্রমন রোধে কঠোর লকডাউন শুরু
ফের যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত: পুলিশ কর্মকর্তার পদত্যাগ
কারফিউ'র প্রথম দিন: ঢাকার রাস্তায় পুলিশের চেকপোস্ট
শীঘ্রই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে