ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৮:৫৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু

প্রজন্ম ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। এই নিয়ে চলতি মাসের তিন দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত আগস্টে মোট মৃত্যু হয়েছিল ৩৯ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৭ জন, যাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৪৬ জন, এদের মধ্যে ১৯ হাজার ৬৮৮ জন পুরুষ ও ১৩ হাজার ২৫৮ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ৩১ হাজার ২৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি মাসের প্রথম দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি। মাসের দ্বিতীয় দিন তিনজনে আর বুধবার তৃতীয় দিন দুজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা দুজনই নারী। তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, আরেকজন বরিশাল বিভাগের। তাদের মধ্যে ৩৫ বছরের এক নারী চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকজন চিকিৎসাধীন ছিলেন ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে। তাদের নিয়ে চলতি মাসের প্রথম তিনদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ রোগে আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৯ জনের। 

এ বছর জুলাই মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপ ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ