নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে সহস্রাব্দ পুরাতন চীন-মিয়ানমার সম্পর্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২০ ০৬:৪৬:১৬

নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে সহস্রাব্দ পুরাতন চীন-মিয়ানমার সম্পর্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আগামী শুক্রবার দক্ষিণ এশিয়ায় যে সফর হবে তাতে মায়ানমারের সাথে চীনের  সম্পর্ক আরো মজবুত করার জন্য আমি অপেক্ষায় আছি।


তার দুই দিনের সফর উপলক্ষে মায়ানমারের একটি পত্রিকায় ‘আমাদের সহস্রাব্দ পুরাতন পক-ফ সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে’ শিরোনামে একটি লেখায় এরুপ মন্তব্য করেন এই রাষ্টপতি।


তিনি বলেন, আমাদের এই সম্পর্ক সেই আদিকাল থেকে। মায়ানমার ভাষায় পক-ফ  মানে হচ্ছে একই মায়ের উদরে জন্ম যাদের।

চায়নার স্বধীনতার পর থেকে মায়ানমার চায়নার সামাজিক পদ্ধতিগুলো নিজেদের দেশে বাস্তবায়ন করার দিক দিয়ে প্রথম কাতারে আছে।


তিনি আরো বলেন, দুদেশের পুরাতন সরকারও চীন-মায়ানমার সম্পর্ক বাড়ানোর জন্য সর্বদা সচেষ্ট ছিল।


আমাদের সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, পানস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক সমর্থনের উপর ভিত্তি করে। আমাদের এই সম্পর্ক বিভিন্ন আকারের দেশের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। এই সম্পর্ক দুই দেশের জন্যই কল্যাণকর হয়েছে এবং ভবিষ্যতেও হবে বলেই আমরা প্রত্যাশা করি।


চীন অনেক আগে থেকেই মায়ানমারের বৃহত্তম ব্যবসায়ীক সহযোগী। আর এই দ্বিপাক্ষিক ব্যবসা ২০১৯ সালের প্রথম এগারো মাসে এসে পৌছেছে ১৬.৮ বিলিয়ন ডলারে।


শি জিনপিং আরো বলেন, এখন অনেক অনেক মায়ানমারের কৃষিপণ্য এবং দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবহৃত হচ্ছে চীনে। অপরদিকে মায়ানমারের কাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে চীন। এভাবে এই দুই দেশের সম্পর্ক আরো মজবুত হচ্ছে।

প্রজন্মনিউজ২৪/সজীব

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ