বার্সেলোনার কোচ হচ্ছেন জাভি!

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২০ ১২:৩৮:৩৫

বার্সেলোনার কোচ হচ্ছেন জাভি!

গত দেড়-দুই মৌসুম ধরেই ঠিক নিজেদের ছন্দে নেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা । ঘরোয়া টুর্নামেন্ট লা লিগা কিংবা কোপা দেল রে’র শিরোপা জিতলেও, ইউরোপিয়ান টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগে বাজে পারফরম্যান্স করে যাচ্ছে তারা । যার বড় একটা দায় দেয়া হয় কোচ আর্নেস্ত ভালভার্দেকে । ভালভার্দে বিদায়ের রাগিণী শুনতে পাচ্ছেন নিশ্চয়! স্প্যানিশ সুপার কাপে বাজেভাবে হারের পর বার্সেলোনার কোচ হিসেবে তার শেষই দেখে ফেলেছেন অনেকে। যদি তাকে সরিয়ে দেয় কাতালান ক্লাবটি, তাহলে পরবর্তী কোচ হচ্ছেন কে?

অনেকের নাম শোনা গেলেও সবচেয়ে বেশি আলোচনায় জাভি। সাবেক অধিনায়ককে কোচ হিসেবে ফিরিয়ে আনার কথা-বার্তাও নাকি শুরু হয়ে গেছে! চলতি মৌসুম শুরুর আগেই ভালভার্দেকে কোচের পদ থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে শোনা গিয়েছিল নানান গুঞ্জন । যেগুলো সত্য প্রমাণিত হয়নি । ভালভার্দের অধীনেই নতুন মৌসুম শুরু করেছেন মেসি-সুয়ারেজরা। বরাবরের মতো লা লিগায় শীর্ষেই রয়েছে বার্সেলোনা । তবে সর্বশেষ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা ।

এরপর থেকে ফের শুরু হয়েছে, ‘ভালভার্দে হটাও’ গুঞ্জন । আর এবারের গুঞ্জনটি আগেরবারের চেয়ে অনেক বেশি জোরালো বলে মনে করা হচ্ছে । কেননা এরই মধ্যে নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ । তাও যেনো তেনো কেউ নয়, ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে আলোচনা এগিয়ে নিয়েছে বার্সেলোনা । স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলোয়াড়ি জীবনের ১৮টি বসন্ত পার করেছেন জাভি।

২০১৫ সালে তিনি চলে গিয়েছিলেন কাতারের ক্লাব আল সাদে। যেখানে প্রথমে ছিলেন খেলোয়াড়, পরে চলতি মৌসুমের শুরুতেই হয়ে যান কোচ। এবার তিনি প্রস্তাব পেয়েছেন নিজের প্রিয় দলের হয়ে কোচিং করানোর। গত বৃহস্পতিবার সৌদি আরবে অ্যাটলেটিকোর কাছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হারের পর, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও প্রধান নির্বাহী অস্কার গ্রু চলে গিয়েছিলেন কাতারে। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিলো ইনজুরি আক্রান্ত তারকা খেলোয়াড় ওসুমানে দেম্বেলের খোঁজ নেয়া। তবে সুযোগের সদ্ব্যবহার করে জাভির সঙ্গেও দেখা করে এসেছেন তারা।

শোনা যাচ্ছে চলতি মৌসুমের মাঝামাঝি সময় থেকে আড়াই বছরের জন্য বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে জাভিকে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। এদিকে জাভির বার্সেলোনার কোচ হওয়ার গুঞ্জন শুরু হতেই শুক্রবার আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে তার বর্তমান ক্লাব আল সাদ লিখেছে, ‘জাভি বার্সেলোনায় যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ সে তার নিজের ক্লাবে থাকবে এটাই স্বাভাবিক। বার্সেলোনা তার প্রথম বাড়ি, সেখানে সে ভবিষ্যতে ফিরবেই। তবে এখন তিনি আল সাদেরই কোচ।’

এদিকে জাভি ছাড়াও অন্য আরেকজনের ব্যাপারে আগ্রহ রয়েছে বার্সেলোনার। তিনি হলেন নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। ডাচদের হয়ে নতুন চুক্তিতে কোম্যান নিজেও যেকোনো সময় বার্সাতে যোগ দেয়ার ব্যাপারে শর্ত দিয়ে রেখেছেন। দোহায় জাভির সঙ্গে গ্রাউ ও আবিদালের দেখা করার ব্যাপারে কোনও মন্তব্য করেনি বার্সেলোনা।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে একটি সূত্র জানিয়েছে, চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা উসমান দেম্বেলে এখন দোহায়। তার অবস্থা জানতেই তাদের যাওয়া কাতারের রাজধানীতে। কিন্তু বার্সেলোনাভিত্তিক রেডিও আরএসি ওয়ানের খবরে অন্য ইঙ্গিত। তা ছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যমে এও শোনা যাচ্ছে, জাভিকে নাকি সামনের মৌসুম থেকে দুই বছরের চুক্তিতে দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রজন্মনিউজ২৪/ মামুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ