এক গোলে দুইটি রেকর্ড মেসির

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ০১:৫৯:৩৫

এক গোলে দুইটি রেকর্ড মেসির

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কষ্টার্জিত এক জয় পেয়েছে বার্সেলোনা। তুলনামূলক দুর্বল দল স্লাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারালেও তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। ম্যাচের শুরুতে লিওনেল মেসি গোল করলেও, শেষপর্যন্ত আত্মঘাতী গোলের সুবাদেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। এদিকে দলের জয় পেতে ঘাম ঝরলেও, ম্যাচের শুরুতে গোল করে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার এক গোলেই হয়েছে নতুন দুইটি রেকর্ড।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ৩৩টি ক্লাবের বিপক্ষে গোল করা খেলোয়াড় এখন মেসি। এ রেকর্ডে তার সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও শালকের কিংবদন্তি খেলোয়াড় রাউল গঞ্জালেস এবং রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে এখনও পর্যন্ত ৪০টি দলের বিপক্ষে খেলেছেন মেসি। এর মধ্যে শুধুমাত্র রুবিন কাজান, অ্যাতলেটিকো মাদ্রিদ, বেনফিকা, উদিনেস, লেভস্কি সোফিয়া, বরুশিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের বিপক্ষে গোল করা হয়নি মেসির।

তবে চলতি মৌসুমেই বরুশিয়া ও ইন্টারের বিপক্ষে গোল করার সুযোগ পাচ্ছেন মেসি। কেননা 'এফ' গ্রুপে একসঙ্গেই রয়েছে বার্সেলোনা, বরুশিয়া ও ইন্টার। এ দুই দলের বিপক্ষে গোল পেলেই রোনালদো-রাউলকে ছাড়িয়ে এককভাবে সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করা খেলোয়াড় হয়ে যাবেন মেসি। এদিকে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজের ১১৩তম গোলটি করার পথে টানা ১৫ মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন মেসি।

এই টুর্নামেন্টে ২০০৫-০৬ মৌসুমে প্রথমবারের মতো খেলেছেন মেসি। সেই থেকে এখনও পর্যন্ত প্রতিটি মৌসুমেই গোল করেছেন তিনি। তবে টানা না হলেও, চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ১৬টি মৌসুমে গোল করার রেকর্ড রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের। আগামী দুই মৌসুমে গোল করতে পারলে গিগসের রেকর্ডও নিজের করে নেবেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি।

প্রজন্মনিউজ২৪ / মামুন

এ সম্পর্কিত খবর

বিএনপির ৭৩ নেতাকর্মী বহিষ্কার

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা, সেনা অভিযানে একজন নিহত

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘষে নিহত ১ আহত ৩

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ