নেপালে সড়ক দূর্ঘটনায় নিহত ১১, আহত শতাধিক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৯ ০৫:১৫:০৪

নেপালে সড়ক দূর্ঘটনায় নিহত ১১, আহত শতাধিক

রাজধানী কাঠমুন্ডে একটি যাত্রীবোঝাই বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে দুঘর্টনার খবরটি নিশ্চিত করেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

এনডিটিভি জানায়, আজ শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি অতিসিন্ধুপাল চক নামক এলাকা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। বাসটিতে যেসব যাত্রী ছিলেন তারা সবাই হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দশাইন পালনের জন্য কাঠমাণ্ডুতে যাচ্ছিলেন।

অতিরিক্ত যাত্রিবোঝাই করার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে এক বিবৃতি দিয়েছে নেপালের প্রশাসনিক কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপি জানায়, পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়ে বাসটি ৫০ মিটার নিচু একটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত ১০৮ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩৯ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

দুর্ঘটনার বিবৃতি দিয়ে কাঠমাণ্ডু জেলা কর্মকর্তা দেবী চেমজং এএফপিকে বলেন, ‘দুর্ঘটনাস্থলেই ৬জন ও হাসপাতালে নেয়ার পথে ৫জন মারা গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আহতদের যত দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা যায় সেদিকে তৎপর রয়েছে সরকার।’

তিনি বলেন, কাঠমাণ্ডু অভিমূখে অধিকাংশ সড়কই পাহাড়বেষ্টিত। আর এসব সড়কগুলো খুবই বিপজ্জনক। এসব সড়কের অনেকগুলো অবস্থা বেহাল। তাই কোনো উৎসব চলার সময় দেশটিতে প্রতিনিয়তই এরকম দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কগুলো বেশি ব্যস্ত থাকে ও গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী নেয়া হয়। তখনই দুর্ঘটনাগুলো বেশি ঘটে।

প্রজন্মনিউজ২৪/নাবিল

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ