আবরার হ্যত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের শোক র‌্যালি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০১৯ ০৬:৫০:৪৩

আবরার হ্যত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের শোক র‌্যালি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১টার  দিকে ঢাকা কলেজ থেকে শুরু হয়ে টিএসটিতে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের র‌্যালির সাথে যোগ দেয়।

প্রতিবাদ রেলিতে উপস্থিত ছিলো ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্ববায়ক-জামাল উদ্দিন মাহি,শেখ রাসেল, রাসেল মাহমুদ, বাপ্পী হাওলাদার, আহ্বায়ক কমিটির সদস্য রহমত উল্লাহ্, মাইনুল, রুমান মাহমুদ,মির্জ্জা প্রমূখ।

এসময় তাদের হাতে লেখা প্ল্যাকেডে লিখা ছিল, অপরাধের কোন দল নাই, ছাত্রলীগে অপরাধীদের ঠাঁই নাই, আবরার হত্যার বিচার চাইসহ বিভিন্ন দাবি। এদিকে বুয়েট ক্যম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর ২টার মধ্যে সব শিক্ষার্থীর ওপর নির্যাতনের বিচার করতে হবে বলে তারা আলটিমেটাম দিয়েছেন তারা। চলমান অচল অবস্থা থাকলেও আগামী ১৪ অক্টোবর বুয়েটে যে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ফেসবুকে সরকারের সমালোচনা করায় গত রোববার বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বহুল আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে আবরার হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হলো।অমিত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের   ব্যাচের ছাত্র।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে আলোচনার শীর্ষে আছেন অমিত সাহা। সব ছাত্রছাত্রীর মুখে তার নাম। বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক তিনি। আবরার হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। তার কক্ষেই ডেকে নিয়ে প্রথমে পেটানো হয়।

প্রজন্মনিউজ২৪/নাবিল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ