বৃষ্টিতে বাধা হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৪৪:৪৩ || পরিবর্তিত: ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৪৪:৪৩

বৃষ্টিতে বাধা হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

শুক্রবার সন্ধ্যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হোম অব ক্রিকেট মিরপুরে ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে তাতে বাগড়া দিতে পারে বৃষ্টি। এ কারণে ম্যাচটি পণ্ডও হয়ে যেতে পারে!

এদিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের আলোর দেখা মেলেনি। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা দেখা দিয়েছে।

মাঠের লড়াইয়ের আগে হুংকার দিয়ে রেখেছেন দুদলের অধিনায়ক। অতীত পরিসংখ্যান-রেকর্ড বলছে, লড়াইটা হবে সমানে সমান। তবে দুই দলেরই জয়ের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসেও এমন ইঙ্গিত মিলেছে। সারাদিন আকাশ ঘনকালো মেঘে ঢাকা থাকবে। থেমে থেমে ধীরলয়ে নামবে বৃষ্টি।

তবে সুখবর হচ্ছে, সন্ধ্যা ৭টার পর বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। স্বভাবতই রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এমনটা হলে খেলা গড়াবে। কিন্তু কখন নাগাদ ম্যাচ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবার আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইট বলছে, খেলা শুরু হলেও বৃষ্টি হানা দিতে পারে। তবে অঝোর ধারে বর্ষণ নামার সম্ভাবনা নেই।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ