মোদির সম্মুখে কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন: জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ২৫ অগাস্ট, ২০১৯ ০৫:০০:২৯

মোদির সম্মুখে কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন: জাতিসংঘ মহাসচিব

কাশ্মীর ইস্যু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে উত্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।

জাতিসংঘ মহাসচিব বর্তমানে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অবস্থান করছেন প্যারিসে। তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুরেশি। এরপরই তিনি ওই সংবাদ সম্মেলন করেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদ সম্মেলনে কুরেশি বলেন, বিতর্কিত ভূখন্ডে নয়া দিল্লি অবৈধ দখলদারিত্ব চালিয়েছে। ভারত দখলীকৃত কাশ্মীরে মানবিক সঙ্কটের বিষয়ে তিনি আবারও অ্যান্তনিও গুতেরাঁর দৃষ্টি আকর্ষণ করেছেন। কুরেশি বলেন, তার কথা ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে শুনেছেন জাতিসংঘ মহাসচিব। তারপর তিনি কাশ্মীর সমস্যা সমাধানে তার ভূমিকা রাখার সব সময়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত চায় না এর সমাধান সামনের দিকে অগ্রসর হোক।

 পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিত গুতেরাঁ বলেছেন, ভারত দখলীকৃত কাশ্মীরের উদ্বেগজনক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। এ সমস্যায় অব্যাহতভাবে ভূমিকা রেখে যাবে জাতিসংঘ। কুরেশি বলেন, আঞ্চলিক পরিস্থিতি দাবি করে যে, দক্ষিণ এশিয়া সফর করা উচিত জাতিসংঘ মহাসচিবের।

কুরেশির ভাষায়, আমি তাকে আজাদ কাশ্মীর সফরের আমন্ত্রণ জানিয়েছি। সেখানকার জনগণ তার আগমনের জন্য অপেক্ষা করবে। তিনি যেখানেই যেতে চান আমরা তাকে সেই সুযোগ দেবো। তিনি যার সঙ্গেই কথা বলতে চান, আমরা তার সঙ্গেই তাকে কথা বলতে দেবো।

 তার উচিত দখলীকৃত কাশ্মীর সফরে তাকে অনুমতি দেয়ার দাবি করা, যাতে তিনি নিজে দেখে আসতে পারেন সেখানে কি ঘটছে। তিনিই তখন বিশ্ববাসীকে এ সম্পর্কে জানাতে পারবেন। আর সেখানে যে মানবিক সঙ্কট চলছে তার ইতি ঘটাতে তখন তিনি ভূমিকা রাখতে পারবেন।

কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। তিনি বলেন,  কাশ্মীরি জনগণ শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদ বিক্ষোভ বের করেছিলেন। এ সময় তাদের ওপর ভারতীয় সেনারা কাঁদানে গ্যাস ও গোলা নিক্ষেপ করেছে।

এ বিষয়ে আমি জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেছি। নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের মৌলিক অধিকার হলেও বহু মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। ভারতীয় সেনাদের গোলার আঘাতে বহু কাশ্মীরি আহত হয়েছেন।

প্রজন্মনিউজ২৪/ রেজাউল

 

 

এ সম্পর্কিত খবর

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

রাবিতে বিশ্ব বই দিবস উপলক্ষে বইপাঠ কর্মসূচি অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ