মালিঙ্গাকে অধিনায়ক করে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

প্রকাশিত: ২৪ অগাস্ট, ২০১৯ ০৫:৫৮:২৭

মালিঙ্গাকে অধিনায়ক করে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। সিরিজের প্রথম ম্যাচ খেলে ৫০ ওভারের ক্রিকেটকে চিরতরে বিদায় জানান তিনি। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন আগেই। তবে, টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট ঠিকই চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু চালিয়ে যাওয়াই নয়, রীতিমত শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবেই থাকছেন লাসিথ মালিঙ্গা।

মালিঙ্গাকে অধিনায়ক করা হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ পথেই হাঁটছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। কারণ, এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল থেকে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং থিসারা পেরেরাকেই বাদ দিয়ে দিলো তারা। সঙ্গে বাদ দেয়া হলো আরও দুই অভিজ্ঞ সুরাঙ্গা লাকমাল এবং ধনঞ্জয়া ডি সিলভাকে।

টি-টোয়েন্টিতে পুরোপুরি তারুণ্য নির্ভর দল গঠন করার লক্ষ্যেই মূলত সিনিয়রদের বাদ দেয়ার এই পদক্ষেপ নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাত্র দু’জনের বয়স ৩০-এর ওপর। অধিনায়ক মালিঙ্গা এবং অলরাউন্ডার ইসুরু উদানার। বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না, এমনকি এরপর ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও ছিলেন না নিরোশান ডিকভেলা। তাকেই করা হলো সহ-অধিনায়ক।

১৫ সদস্যের শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহ-অধিনায়ক), আভিসকা ফার্নান্দো, কুশল পেরেরা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং লাহিরু মধুশাঙ্কা।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ