গাঙ্গুলিকে পেছনে ফেলার অপেক্ষায় বিরাট কোহলি

প্রকাশিত: ০৮ অগাস্ট, ২০১৯ ০১:৪৮:১৯

গাঙ্গুলিকে পেছনে ফেলার অপেক্ষায় বিরাট কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই দারুণ এক রেকর্ড অপেক্ষা করছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যারিবীয়দের বিপক্ষে ৭৭ রান করতে পারলেই এ হবে কোহলির জন্য।

এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ২৩৬ ম্যাচ খেলে ১১২৮৬ রান করেছেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান নবম। কোহলির এক ধাপ ওপরে রয়েছেন তারই স্বদেশি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। অবসরে যাওয়ার আগে ৩১১ ম্যাচ খেলে ১১৩৬৩ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

তাই আজ (বৃহস্পতিবার) ৭৭ রান করতে পারলেই গাঙ্গুলিকে ছুঁয়ে ফেলবেন কোহলি, উঠে যাবেন সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার অষ্টম অবস্থানে। যা তাকে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাও এনে দেবে। যথারীতি ১৮৪২৬ রান নিয়ে এ তালিকায় সবার ওপরে শচিন টেন্ডুলকার।

এদিকে এ ম্যাচে মাত্র ১৯ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান হয়ে যাবেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে ৭ সেঞ্চুরিতে এরই মধ্যে ১৯১২ রান করে ফেলেছেন কোহলি। তার সামনে রয়েছেন কেবল পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। তার নামের পাশে রয়েছে ১৯৩০ রান।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ