যুক্তরাষ্ট্রে হতাহতদের প্রধানমন্ত্রীর নিন্দা-শোক

প্রকাশিত: ০৬ অগাস্ট, ২০১৯ ১০:৩৫:৫৬

যুক্তরাষ্ট্রে হতাহতদের প্রধানমন্ত্রীর নিন্দা-শোক

যুক্তরাষ্ট্রে পৃথক দু’টি গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দু’টি ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ায় গভীর শোকও জানিয়েছেন তিনি।

সোমবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক বার্তায় এ শোক ও নিন্দা জানান প্রধানমন্ত্রী।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই বর্বরোচিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।

ট্রাম্পকে পাঠানো বার্তায় বাংলাদেশ সরকারপ্রধান বলেন, সন্ত্রাসীদের কোনো বর্ণ, জাতি বা ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী। সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমার প্রিয় বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হন। আমি নিজেও আমার জীবনে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।

ট্রাম্পের প্রতি এবং তার মাধ্যমে বন্ধুপ্রতিম মার্কিন জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সরকারপ্রধান বলেন, এই মর্মান্তিক ও কঠিন সময়ে আমরা পাশে রয়েছি এবং আমাদের দু’দেশ ও এর বাইরে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ মোকাবেলায় সর্বাত্মক সহায়তার প্রস্তাব করছি।

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইন।

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম ‌‘যুদ্ধই’ ঘোষণা করলেন নেতানিয়াহু!

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ