সরকার তথা রাষ্ট্র আসলে কোন পক্ষের?

প্রকাশিত: ০১ অগাস্ট, ২০১৯ ১২:৪৮:০৩

সরকার তথা রাষ্ট্র আসলে কোন পক্ষের?

মানবদেহের জন্য কোনটা ক্ষতিকর আর কোনটা ক্ষতিকর না সে ব্যাপারে সনদ দেয়ার দায়িত্ব কি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিটের। দেশের স্বাস্থ্যসেবা কি কৃষি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে?

তা হলে যে দুধ নিয়ে এত বিতর্ক হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে তার পক্ষে সাফাই করার জন্য কৃষিমন্ত্রীকে সংবাদ সম্মেলন করতে হবে কেন? তাও আবার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘কৃষি গবেষণা কাউন্সিল’ এর গবেষণার সূত্র দিয়ে।

বাজারে বিক্রি হওয়া বেশ কয়েকটি কোম্পানির দুধে ক্ষতিকর উপাদান থাকা নিয়ে বেশ কদিন ধরেই কথাবার্তা হচ্ছে। বিষয়টা আদালতেও গড়িয়েছে। পত্রিকায় পড়লাম কোম্পানিগুলোর পক্ষে রাষ্ট্রের এটর্নি জেনারেল আদালতে লড়াই করছেন।

পত্রিকায় খবরটা পড়তে পড়তে ঠিক বুঝতে পারছিলাম না- খোদ রাষ্ট্র কোম্পানিগুলোর হয়ে আদালতে আইনি লড়াইয়ে নামলো কেন? এটর্নি জেনারেল তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার তো রাষ্ট্রের পক্ষে তথা জনগণের পক্ষে থাকার কথা।

রাষ্ট্র কতিপয় কোম্পানির এজেন্ট হয়ে গেল কিভাবে? এটর্নি জেনালের আইনি লড়াই আর কৃষিমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য থেকে মনে হতে পারে রাষ্ট্র তথা সরকার নিজে দুধের ব্যবসায় নিয়োজিত আছে।

মানবদেহের জন্য কোনটা ক্ষতিকর কোনটা ক্ষতিকর না- এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বক্তব্য আসলেও একটা কথা ছিল। কিন্তু সেটি হয়নি। সরকার তথা রাষ্ট্র আসলে কোন পক্ষের? দেশের মানুষের পক্ষের? না কি মুনাফালোভী ব্যবসায়ীদের স্বার্থরক্ষার ভ্যানগার্ড?

(ফেসবুক থেকে সংগৃহীত)

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, মহাসড়ক অবরোধ

লাশের সুরক্ষা আইন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল

জয় বাংলা ব্লাড স্কিমের আড়ালে সিট দখলের অভিনব কৌশল রাবি ছাত্রলীগের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবদিন ফারুকের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ