ঈদকে সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

প্রকাশিত: ০১ জুন, ২০১৯ ১১:৩৯:৫৭

ঈদকে সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

রোজা এবং ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে পরিবার পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সে কারণেই রেমিটেন্স বাড়ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদ অনুষ্ঠিত হবে। সে হিসেবে রমজানের শেষে বাংলাদেশে ব্যাংকিং কার্যদিবসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া গত বছরে রমজানের তুলনায় এ বছর পাউন্ডের বিপরীতে টাকার দর কিছুটা বেশি হওয়াতেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের রমজানে পাউন্ডের বিপরীতে টাকার দর ছিলো এবারের তুলনায় ৫/৬ টাকা কম। তাই সে সময় রেমিট্যান্স প্রবাহ কম থাকলেও এবার কিছুটা বেড়েছে। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কারণেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।

রেমিটেন্স পাঠানোর তালিকায় ব্রিটেন প্রবাসীরা রয়েছেন শীর্ষ ৫-এ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রিটেন বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স ব্যবসায়ীরা। এতে তারা নিজেরা যেমন ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন তেমনি বাংলাদেশেও রেমিট্যান্স বাড়ছে বলে জানান তারা।

ব্রিটেনে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় দশ লক্ষাধিক প্রবাসী বসবাস করছেন। সম্প্রতি ইউরোপ থেকে অনেক বাংলাদেশি পরিবার ব্রিটেনে আসার পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে অনেক।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ